হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ১০ হাজার মানুষের সমাগমের প্রত্যাশা
আগামীকাল ২৪ জুলাই (বৃহস্পতিবার) হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পদযাত্রায় জেলার বিভিন্ন উপজেলা থেকে অন্তত ১০ হাজার মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করছে আয়োজকরা। এখন পর্যন্ত কোনো ধরনের বাধার শঙ্কা নেই বলেও জানিয়েছেন আয়োজক কমিটির নেতারা।
বুধবার (২৩ জুলাই) রাত ৮টায় হবিগঞ্জ সদর উপজেলার এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জুলাই পদযাত্রা কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল।
তিনি বলেন, “পদযাত্রাটি পৌরসভা মাঠ থেকে শুরু হয়ে চৌধুরী বাজার পয়েন্ট, ঘাটিয়া বাজার হয়ে ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যেই টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হবে। এ সময় জনসাধারণের চলাচলে কোনো বিঘ্ন হবে না। পদযাত্রা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে আমাদের নিজস্ব ভলান্টিয়ার টিম কাজ করবে।”
তিনি আরও বলেন, “এনসিপি হবিগঞ্জ শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী। আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের সঙ্গে ইতোমধ্যে সমন্বয় করেছি। আমাদের লক্ষ্য একটি উৎসবমুখর পরিবেশে পদযাত্রা সম্পন্ন করা।”
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে আবু হেনা মোস্তফা কামাল বলেন, “আপনারা সমাজের দর্পণ। আমরা চাই আপনারাও আমাদের পাশে থাকুন এবং এই গণতান্ত্রিক পদক্ষেপকে ইতিবাচকভাবে তুলে ধরুন।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক ও হবিগঞ্জ জেলা সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, সদস্য অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ, এ কে এম নাসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।