হবিগঞ্জে এনজিওর টাকা আত্মসাত: দুজনকে বিনাশ্রম কারাদণ্ড
হবিগঞ্জের মাধবপুরে বেসরকারি সংস্থা আমেনা ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের ঘটনায় দুজনকে আদালত বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। হবিগঞ্জ দায়রা জজ আদালত এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আমেনা ফাউন্ডেশনের সাবেক মাইক্রোফিন্যান্স কর্মকর্তা আরিফুর রহমান এবং সাবেক কর্মকর্তা লুৎফা বেগমের মা হামিদা খাতুন। তারা প্রতিষ্ঠানের দুটি আলাদা শাখায় কর্মরত ছিলেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানা গেছে, আরিফুর রহমান কর্মরত অবস্থায় ১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত করে পালিয়ে যান। ফাউন্ডেশন পরে হবিগঞ্জ দায়রা জজ (২) আদালতে মামলা করে। আদালত তাকে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একই পরিমাণ অর্থদণ্ডের আদেশ দেন। বর্তমানে আরিফুর রহমান পলাতক রয়েছেন।
অপর দণ্ডপ্রাপ্ত হামিদা খাতুন, মাইক্রোফিন্যান্স কর্মকর্তা লুৎফা বেগমের পক্ষ থেকে ৪ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করলেও তা ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিল হিসেবে প্রত্যাখ্যাত হয়। আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। বর্তমানে তিনি ও পলাতক রয়েছেন।
আমেনা ফাউন্ডেশনের এরিয়া অ্যাডমিনিস্ট্রেটর মোহাম্মদ মো. মোস্তাক হোসেন চৌধুরী জানান, তারা দুজন প্রতিষ্ঠানকে ক্ষতির উদ্দেশ্যে অর্থ আত্মসাত করেছেন এবং ফাউন্ডেশন বাধ্য হয়ে আদালতের আশ্রয় নিয়েছে। মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহিদ উল্লাহ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিচ্ছে।