হবিগঞ্জে অপহরণের ২ দিন পর উদ্ধার ব্যাংক কর্মকর্তা
অপহরণের দুই দিন পর হবিগঞ্জের বাহুবল থানার মিরপুর এলাকা থেকে সিটি ব্যাংক পিএলসি হবিগঞ্জ প্রধান শাখার সহকারী ব্যবস্থাপক আব্দুল জব্বার চৌধুরীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাকে ফেলে পালিয়ে যায়। তবে এর আগেই তারা ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে।
অপহৃত আব্দুল জব্বার চৌধুরী হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা এবং মৃত আরজু মিয়া চৌধুরীর ছেলে। গত বুধবার (১ জানুয়ারি) বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে তার স্ত্রী সৈয়দা মাহফুজা আক্তার হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার পরিপ্রেক্ষিতে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে।
অপহরণকারীরা তাকে গাড়িতে করে কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিয়ে যায়। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান পর্যবেক্ষণ করে। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে অপহরণকারীদের অবস্থান ভৈরবে নিশ্চিত হওয়ার পর গোয়েন্দা পুলিশ, র্যাব ও থানা পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশের পক্ষ থেকে পরিচয় গোপন রেখে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী তাদের পিছু নিয়েছে বুঝতে পেরে অপহরণকারীরা আব্দুল জব্বারকে হবিগঞ্জ সদর উপজেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
আজ শনিবার (৪ জানুয়ারি) হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানিয়েছেন, এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে অপহৃতের স্ত্রী মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও জানান, অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ নিয়েছে। অপহরণ চক্রটির সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
অপহৃতের স্ত্রী সৈয়দা মাহফুজা আক্তার বলেছেন, পরিবারের সবাই এ ঘটনায় ভীষণ আতঙ্কিত। তারা আশা করছেন, পুলিশ দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনবে।
এ ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।