হবিগঞ্জের বাহুবলে রাতে টর্চ লাইট জ্বালিয়ে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় রাতে টর্চ লাইটের আলো জ্বালিয়ে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরনো বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। রাতের অন্ধকারে টর্চ লাইটের সাহায্যে প্রতিপক্ষকে চিহ্নিত করে হামলা চালানো হয়। সংঘর্ষে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রসহ নানা সরঞ্জাম ব্যবহার করা হয়, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে।
সংবাদ পেয়ে বাহুবল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।