হবিগঞ্জের বাহুবলে গ্রাম্য বিরোধের জেরে হত্যা মামলায় ২৮ জন কারাগারে
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার এক মর্মান্তিক ঘটনায় হাজী আলাউদ্দিনের ছেলে আব্দুস সালামের পরিবার ও এলাকার বাসিন্দারা এখনো আতঙ্কিত। আব্দুস সালাম যিনি ৩৩ বছর কারাগারে কাটিয়েছেন এবং এলাকায় নির্বিবাদী লোক হিসেবে পরিচিত, তার পরিবারে ঘটে যায় এক ভয়াবহ হামলার ঘটনা।
২০২২ সালের ৮ ডিসেম্বর ভোরে গ্রাম্য বিরোধের জেরে প্রতিপক্ষের একদল লোক তার বাড়িতে হামলা চালায়। ওই হামলায় ২৯ জন গুরুতর আহত হন এবং আব্দুস সালামের শরীরে ২২টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন প্রাণ হারান।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ৪৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলার প্রাথমিক পর্যায়ে আসামিরা বিভিন্ন আদালত থেকে অস্থায়ী জামিন নেয়। পরে চার্জশীট দাখিলের পর অনেক আসামি বিদেশে পালিয়ে যায়।
গতকাল মঙ্গলবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল ইসলামের আদালতে চার্জশীটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ২৮ জন আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেওয়া হয়। একজন আসামি স্থায়ী জামিনে থাকায় তার জামিন বহাল রাখা হয়েছে।
কারাগারে প্রেরিত আসামিরা হলেন, মানিকপুর গ্রামের লোকমান মিয়া, রিয়াজ মিয়া, ফটিক মিয়া, আব্দুর রউফ, হেলন মিয়া, মস্তোফা মিয়া, গুনু মিয়া, শরিফ মিয়া, মকছুদ মিয়া, কাজল মিয়া, বিলাত মিয়া, আব্দুল বাছির, আব্দুল গফুর, আবু বক্কর, আব্দুল গনি, আব্দুল হাই, জুনাইদ মিয়া, উবাইদ মিয়া, ইয়াছিন মিয়া, সুকন মিয়া, কাউছার মিয়া, দুলাল মিয়া, সহিদ মিয়া, গেদু মিয়া, মুকিত মিয়া, বুলু মিয়া, কাপ্তান মিয়া এবং অহিদ মিয়া। মামলায় চার্জশীট অনুযায়ী ১৫ জন আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
হবিগঞ্জ আদালতের পরিদর্শক নাজমুল ইসলাম জানান, মামলার চার্জশীট প্রমাণ করেছে এটি একটি হত্যা মামলা। এ কারণে আদালত ২৮ জন আসামির অস্থায়ী জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন।