হবিগঞ্জের বানিয়াচংয়ে ইসলামী আন্দোলনের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় উজিরপুর বাজারে খাগাউড়া ইউনিয়ন সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা ডা. আবু সালেহ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি আলহাজ্ব শামসুল হুদা। এসময় আরও উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরিগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুফতি হাদিসুর রহমান রুহানী, ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মঈন উদ্দিন খান তানভীর, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি এম. জাহেদুর রহমান, যুব আন্দোলনের বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা মুখলিছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসবাদীদের ভোট থেকে দূরে রেখে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। এ জন্য হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগাউড়া ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মাওলানা ডা. আবু সালেহ চৌধুরী, সিনিয়র সহসভাপতি হাজী আব্দুর রব এবং সেক্রেটারি মাওলানা আব্দুল মালিক। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ।
একই অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগাউড়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হাফেজ মেরাজুল হক, সহসভাপতি হাফেজ মাওলানা মুজাক্কির আলম, সেক্রেটারি মাওলানা খাইরুল ইসলাম এবং প্রচার সম্পাদক হাফেজ হেলাল আশরাফী দায়িত্ব পান।