হবিগঞ্জের জেলা প্রশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর: এনসিপির অভিযোগ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা জুলাই পদযাত্রা কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল অভিযোগ করেছেন, “হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছেন।”
তিনি বলেন, “আমরা যখন নিমতলা মাঠে সমাবেশ করতে চেয়েছি, তখন তিনি নিষেধ করেছেন। এমনকি শহীদ মিনারেও সমাবেশ করতে দেওয়া হয়নি। এ থেকেই স্পষ্ট, তিনি ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছেন।”
বুধবার (২৩ জুলাই) রাত ৮টায় হবিগঞ্জ সদর উপজেলার এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মোস্তফা কামাল বলেন, “এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ২৪ জুলাই হবিগঞ্জে পদযাত্রায় অংশ নিতে আসছেন। সেই উপলক্ষে আমরা সমাবেশের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে একাধিক স্থানে সমাবেশের অনুমতি না দেওয়ায় আমরা বাধাগ্রস্ত হয়েছি।”
তিনি আরও বলেন, “প্রশাসনের মধ্যে এখনো ৯০ শতাংশ কর্মকর্তা আওয়ামী লীগের অনুগত হয়ে আছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।”
তিনি বলেন, “পরিস্থিতির কারণে আমরা পৌরসভা মাঠ ও টাউন হলকে বিকল্প হিসেবে বেছে নিয়েছি। আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করতে চাই, কোনো বিশৃঙ্খলা বা সংঘাতের দিকে যেতে চাই না।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক ও হবিগঞ্জ জেলা সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, সদস্য অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ, এ কে এম নাসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।