সৎ, মেধাবী ও মানবিক মানুষ হয়ে দেশকে নেতৃত্ব দিতে হবে: আজিজুল বারী হেলাল
তেরখাদা উপজেলা সদরের শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ ২১ জুলাই জমকালো ও অনুপ্রেরণামূলক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দেন তিনি এবং বলেন, “তোমাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো সমাজের গর্ব। তোমরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাই সৎ, মেধাবী ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের নেতৃত্বে আসতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সি, আর সঞ্চালনা করেন সদস্য সচিব শামীম আহমেদ রমিজ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মোঃ কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক চৌধুরী কাওসার আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এফ এম হাবিবুর রহমান, রবিউল হোসেন, মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান সহ আরও অনেকে।