স্বেচ্ছাসেবক দলের সুনামগঞ্জ জেলা নেতার প্রাথমিক সদস্য পদ স্থগিত
শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রায়হান উদ্দিনের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
দলটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,
“দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে রায়হান উদ্দিনের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।”
উল্লেখ্য, একই দিন বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের আনিসা হেলথ কেয়ার ক্লিনিকে এক চিকিৎসকের ওপর হামলা ও ছুরিকাঘাতের অভিযোগ ওঠে রায়হান উদ্দিনের বিরুদ্ধে।
আহত চিকিৎসক গোলাম রব্বানী সোহাগ (৩০) বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের বিভিন্ন অংশে আঘাত ও ধারালো অস্ত্রের ক্ষতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয়ভাবে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্তে মাঠে নেমেছে বলে জানিয়েছে সুনামগঞ্জ থানা পুলিশ।