স্বাস্থ্যগত কারণে পদত্যাগ ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের
ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় স্বাস্থ্যগত সমস্যার কারণে পদত্যাগ করেছেন। চিকিৎসকের পরামর্শে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পদত্যাগপত্রে ধনখড় উল্লেখ করেন, “আমি স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়া ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার জন্য ভারতের উপ-রাষ্ট্রপতির পদ থেকে সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ করছি। এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।”
রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, “আমার মেয়াদকালে আপনার সহানুভূতি ও হৃদ্যতাপূর্ণ সম্পর্কের জন্য আন্তরিক ধন্যবাদ।” তিনি প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা ও সংসদ সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জগদীপ ধনখড় আরও বলেন, “ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের সাক্ষী হয়ে আমি গর্বিত। এই সময়ে দেশের সেবা করতে পারা আমার জন্য সম্মান ও সৌভাগ্যের।”
১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুনু আসন থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন ধনখড়। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী, রাজস্থান বিধানসভার সদস্য এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল (২০১৯-২০২২) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১১ আগস্ট তিনি ভারতের ১৪তম উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া