স্ত্রী রিয়া মনির সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না হিরো আলম
লোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম (আশরাফুল হোসেন আলম) তার স্ত্রী রিয়া মনির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না বলে ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেন যে, মুমূর্ষু অবস্থায় তার বাবার চিকিৎসা চলাকালে এক মাস হাসপাতালে থাকলেও রিয়া মনি তাকে দেখতে আসেননি এবং বাবার মৃত্যুর পর লাশও দেখতে আসেননি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বগুড়া সদরের এরুলিয়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে হিরো আলম এসব অভিযোগ তুলেন। তিনি জানান, “অনেকবার মাফ করেছি রিয়া মনিকে, কিন্তু এবার তাকে বয়কট করলাম।” তিনি আরও বলেন, “ঢাকা যাওয়ার পর আমরা আলাদা হয়ে যাব। রিয়া মনি যদি আমার বিরুদ্ধে কোনো বক্তব্য দেন, তাহলে তাকে প্রমাণ সহ দিতে হবে।” কোরআন শরিফ হাতে নিয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
হিরো আলম আরও জানান, “রিয়া মনি আমার সাথে ঝগড়া করলে, সে অন্য ছেলেদের সাথে গান গায়, মদ খায়, বারে যায়। অথচ কোরআন ছুঁয়ে বলেছিল- আমি জীবনে মদ খামু না, বারে যামু না। যে মেয়ে কোরআন শরিফকে অপমান করে কথা বলতে পারে, সে আমার সাথে কী অন্যায় করতে পারে?”
তার বাবার মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে তিনি তার স্ত্রী রিয়া মনিকে ফেসবুকে বয়কট করার ঘোষণা দেন। ফেসবুকে তিনি লেখেন, “আমার বাবা হাসপাতালে ছিল, কিন্তু তার পরিবারের কেউ একবারও তাকে দেখতে আসেনি। আমার বাবার বেঁচে থাকাকালীন কোনো সহানুভূতি দেখানো হয়নি।”
এদিকে, রিয়া মনি গণমাধ্যমে তার স্বামীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে বলেন, “হিরো আলম মানসিকভাবে ঠিক নেই, কারণ তার বাবা মারা গেছেন। আমি এ বিষয়ে কিছু বলব না।”
হিরো আলম প্রথমে সাবিহা আক্তার সুমির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর তিনি মডেল নুসরাত জাহানকে বিয়ে করেন এবং সর্বশেষ রিয়া মনিকে বিয়ে করেন।