স্ত্রী মিতুর ভালোবাসায় ভাসলেন আসিফ আকবর, বিসিবি পরিচালক হয়ে পেলেন শুভেচ্ছা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন সরে দাঁড়ানোয় সেখানে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন আসিফ আকবর।
এই অর্জনের পর প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাতে দেরি করেননি স্ত্রী বেগম সালমা আসিফ মিতু। এক আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অভিনন্দন, আসিফ আকবর মিঠু। আমিও অন্যদের মতো আপনার একজন ভক্ত। আপনার মেধা, সততা ও প্রখর দূরদর্শিতা আপনাকে আরও উজ্জীবিত করুক। প্রাণে বাস করে আমাদের দেশভক্তি, নিঃশ্বাসে। নিজের ক্ষতি করেও অন্যের উপকার আমাদের রক্তে। শূন্য থেকে শুরু করা ব্যক্তিত্ব আপনার। শুভকামনা রইল, আগামী পথচলা হোক মসৃণ ও প্রাণবন্ত।”
শিল্পী হিসেবে দীর্ঘ ক্যারিয়ার শেষে এবার ক্রিকেট প্রশাসনের মঞ্চে পা রাখছেন আসিফ আকবর। স্ত্রী মিতুর এ শুভেচ্ছা বার্তা যেন নতুন যাত্রার জন্য তার শক্তি ও অনুপ্রেরণার প্রতীক।