ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এক প্ল্যাটফর্মে নাগরিক সেবা নিশ্চিতের অঙ্গীকার

সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের কাছে আমানত: ফয়েজ তৈয়্যব

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
10

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের কাছে একটি আমানত। এসব উপাত্ত সঠিক ও সুসমন্বিতভাবে হস্তান্তর না হলে নাগরিকদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে “নাগরিক সেবা বাংলাদেশ” বিষয়ক ওরিয়েন্টেশন এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জনগণের হয়রানি কমানো ও শ্রমঘণ্টা লাঘবের লক্ষ্যেই সরকার ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ চালু করেছে। এর মাধ্যমে একটি একক প্ল্যাটফর্মে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে সরকার। এজন্য দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।

তিনি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, নাগরিক সেবায় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সেবার মান ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাই উদ্যোক্তাদের প্রধান দায়িত্ব।

একই সঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ। তবে গণভোটের বিষয়ে সরকার ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে। একটি জনকল্যাণমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে গণভোটে ‘হ্যাঁ’ প্রদান জরুরি।

খুলনা জেলা প্রশাসক আ.স.ম. জামসেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই প্রকল্পের পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ।

স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা। উদ্যোক্তাদের ধারণাপত্র উপস্থাপন করেন এটুআই-এর হেড অব ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ টেকনোলজি অ্যাডভাইজার মোহাম্মদ মাসুদুর রহমান, সিনিয়র কনসালটেন্ট (উপ-সচিব) ফজলুল জাহিদ পাভেল এবং হেড অব কমিউনিকেশন মোহাম্মদ সফিউল আযম।

প্রশিক্ষণে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার প্রায় পাঁচ শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
৫০৫ বার পড়া হয়েছে

এক প্ল্যাটফর্মে নাগরিক সেবা নিশ্চিতের অঙ্গীকার

সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের কাছে আমানত: ফয়েজ তৈয়্যব

আপডেট সময় ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
10

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের কাছে একটি আমানত। এসব উপাত্ত সঠিক ও সুসমন্বিতভাবে হস্তান্তর না হলে নাগরিকদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে “নাগরিক সেবা বাংলাদেশ” বিষয়ক ওরিয়েন্টেশন এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জনগণের হয়রানি কমানো ও শ্রমঘণ্টা লাঘবের লক্ষ্যেই সরকার ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ চালু করেছে। এর মাধ্যমে একটি একক প্ল্যাটফর্মে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে সরকার। এজন্য দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।

তিনি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, নাগরিক সেবায় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সেবার মান ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাই উদ্যোক্তাদের প্রধান দায়িত্ব।

একই সঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ। তবে গণভোটের বিষয়ে সরকার ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে। একটি জনকল্যাণমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে গণভোটে ‘হ্যাঁ’ প্রদান জরুরি।

খুলনা জেলা প্রশাসক আ.স.ম. জামসেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই প্রকল্পের পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ।

স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা। উদ্যোক্তাদের ধারণাপত্র উপস্থাপন করেন এটুআই-এর হেড অব ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ টেকনোলজি অ্যাডভাইজার মোহাম্মদ মাসুদুর রহমান, সিনিয়র কনসালটেন্ট (উপ-সচিব) ফজলুল জাহিদ পাভেল এবং হেড অব কমিউনিকেশন মোহাম্মদ সফিউল আযম।

প্রশিক্ষণে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার প্রায় পাঁচ শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন।