সেবার মান বাড়েনি খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। ২ লাখেরও বেশি মানুষের একমাত্র চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে এই হাসপাতাল গুরুত্বপূর্ণ হলেও, চিকিৎসক ও জনবল সংকটের কারণে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অনেক রোগী বেশি খরচে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন।
খানসামা উপজেলা থেকে দিনাজপুর জেলা শহরের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। ফলে স্থানীয় জনগণের একমাত্র ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স। তবে ৩১ শয্যার কাঠামোতে চলমান এই হাসপাতালে জনবল সংকট, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যসেবা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
উল্লেখ্য, পূর্বে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়ন শেষে ২০২১ সালে হস্তান্তর করা হয়। তবে অবকাঠামো উন্নয়নের পরও পর্যাপ্ত জনবল ও মানসম্মত সেবা না থাকায় রোগীদের দুর্ভোগ কমেনি।
স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত চিকিৎসক ও কর্মী না থাকায় চিকিৎসাসেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক সময় প্রয়োজনীয় ওষুধ ও পরীক্ষার ব্যবস্থা না থাকায় রোগীদের বাইরে থেকে সেবা নিতে হয়, যা অতিরিক্ত ব্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।