সেনাবাহিনীর হাতে আটক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদ খান
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ খানকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জগদীশপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে সেনাবাহিনীর একটি দল। ঢাকায় দায়ের করা একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় এ অভিযান চালানো হয়।
আটক মাসুদ খান মাধবপুর উপজেলার বেজোড়া গ্রামের বাসিন্দা এবং হাজী জাহেদ খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মাধবপুর থানার ডিউটি অফিসার এএসআই সাদেকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, “সেনাবাহিনীর সদস্যরা মাসুদ খানকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছেন।”
সূত্র জানায়, পল্টন থানায় দায়েরকৃত মামলায় মাসুদ খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।