সেনাবাহিনীর অভিযানে চুনারুঘাটে দুই ভাই আটক, মিলল ইয়াবা ও অস্ত্র
হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ দুই ভাইকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার দেওরগাছ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার দেওরগাছ গ্রামের রমিজ মিয়া (৪২) ও তার ছোট ভাই সোহাগ মিয়া (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর অভিযানে তাদের কাছ থেকে ভারতীয় ইয়াবা, দুটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পরে রাত ৯টার দিকে সেনাবাহিনী তাদের চুনারুঘাট থানায় সোপর্দ করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম বলেন, “আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
ট্যাগস :