সেনাপ্রধানকে কৃতজ্ঞতা জানিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
চিকিৎসার খোঁজখবর নেওয়ায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কৃতজ্ঞতা জানান।
স্ট্যাটাসে বলা হয়, “সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সম্মানিত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সাহেবের অসুস্থতা এবং চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং মহান আল্লাহর দরবারে তার জন্য দোয়া করেছেন। আমরা তার এই আন্তরিক দোয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তা’য়ালা তাকে জাযায়ে খায়ের দান করুন। আমিন।”
এর আগে বিকেলে আরেকটি ফেসবুক পোস্টে জানানো হয়, বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও জামায়াতের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে জামায়াত আমিরের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এজন্য তিনিও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা গেছে, মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডা. শফিকুর রহমানের এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হার্টের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার বাইপাস সার্জারি করানো হতে পারে বলে জানানো হয়েছে।