সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ীতে ধানক্ষেতে পানিসেচ দিতে গিয়ে সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তফা মণ্ডল (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক মোস্তফা মণ্ডল উপজেলার কামরাবাদ ইউনিয়নের মৃত পেঁচা মণ্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই শহিদুল ইসলাম।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ধানক্ষেতে পানি দিতে সেচপাম্প চালু করতে যান মোস্তফা মণ্ডল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধানক্ষেতে পড়ে থাকেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদুর রহমান শাওন জানান, বিদ্যুৎস্পৃষ্ট এক রোগীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।