সুন্দরবন মহিলা কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সুপারের বক্তব্য
বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদ আরিফ বলেছেন, “শিক্ষার পাশাপাশি সুস্থভাবে বেঁচে থাকার জন্য শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়, যা ভবিষ্যতে তাদের সফল হতে সহায়তা করবে।”
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সুন্দরবন মহিলা কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “রামপালের একমাত্র উচ্চতর নারী বিদ্যাপীঠ সুন্দরবন মহিলা কলেজ শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রেখে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম। তিনি বলেন, “এই উচ্চতর নারী বিদ্যাপীঠকে শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি।”
তিনি আরও জানান, “অত্র কলেজের ছাত্রীদের লেখাপড়ার জন্য দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষা বৃত্তি চালু করেছেন। এরই ধারাবাহিকতায় ২২ জন মেধাবী ছাত্রীকে ২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপির সদস্য আয়শা সিদ্দীকা মানি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সামীউল ইসলাম, সুন্দরবন মহিলা কলেজের উপাধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সহকারী অধ্যাপক মো. গোলাম ইয়াছিন ও সহ-অধ্যাপক আবুল মুক্তাদির, উপজেলা বিএনপির সদস্য লাভলু ফকির ও শাহিদা আক্তার।
অনুষ্ঠানের শেষে বাগেরহাট জেলা জাসাসের পরিচালক নার্গিস আক্তার লুনা ও তার সহযোগীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ এ মনোজ্ঞ পরিবেশনা উপভোগ করেন।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়, যা নারী শিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।