সুন্দরবন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বাগেরহাটের রামপাল উপজেলার একমাত্র মহিলা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন মহিলা কলেজের ২৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলেজের পরিচালনা পর্ষদের আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আয়শা সিদ্দিকা মানি, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. মোক্তাদির হোসেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, “লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা অত্যন্ত জরুরি। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে।” তিনি আরও বলেন, “দেশ বর্তমানে রাহুর দশা থেকে মুক্ত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে, তবে কিছু ষড়যন্ত্রকারী এখনও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।” তিনি সবাইকে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আগামীকাল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।