ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনের করমজলে মহাবিপন্ন ‘বাটাগুর বাসকা’র ৬৫টি বাচ্চার জন্ম

রবিউল হোসন খান, খুলনা জেলা প্রতিনিধি::

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মহাবিপন্ন কচ্ছপ প্রজাতি বাটাগুর বাসকা থেকে ডিম ফুটে জন্ম নিয়েছে ৬৫টি বাচ্চা। রোববার (৫ মে) সকালে ডিমগুলো থেকে বাচ্চাগুলো ফোটে।

করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, গত ১৫ ফেব্রুয়ারি একটি মাদি কচ্ছপ ৮২টি ডিম দেয়। ডিমগুলো সংগ্রহ করে নিবিড় তত্ত্বাবধানে বালুমাটিতে ইনকিউবেশনের ব্যবস্থা করা হয়।

প্রায় ৭৮ দিন পর ডিমগুলো থেকে ৬৫টি বাচ্চা কচ্ছপ ফুটে বের হয়। বর্তমানে বাচ্চাগুলোকে সংরক্ষণের জন্য কেন্দ্রের বিশেষ প্যানে রাখা হয়েছে। পর্যায়ক্রমে বড় পুকুরে স্থানান্তরের পর যথাযথ বয়স ও আকারে পৌঁছালে এদের অবমুক্ত করা হবে প্রাকৃতিক পরিবেশে।

প্রসঙ্গত, করমজলে ২০১৪ সালে কচ্ছপের এ প্রজাতির সংরক্ষণ ও প্রজনন কার্যক্রম শুরু হয় মাত্র ৮টি কচ্ছপ দিয়ে। এখন পর্যন্ত ৫২১টি ডিম দেওয়া হয় এবং তার মধ্যে ৪৭৫টি কচ্ছপের বাচ্চা সফলভাবে ফোটানো সম্ভব হয়েছে। বর্তমানে কেন্দ্রটিতে ছোট-বড় মিলিয়ে ৪৫৮টি কচ্ছপ রয়েছে।

সংরক্ষণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে শতাধিক বাচ্চা কচ্ছপ সুন্দরবন ও বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকাগুলোতে অবমুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, বাটাগুর বাসকা কচ্ছপটি পৃথিবীর অন্যতম বিপন্ন প্রজাতির একটি, যেটি প্রাকৃতিক পরিবেশে বিলুপ্তির পথে। করমজলের এ উদ্যোগ এ প্রজাতির টিকে থাকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
৫১২ বার পড়া হয়েছে

সুন্দরবনের করমজলে মহাবিপন্ন ‘বাটাগুর বাসকা’র ৬৫টি বাচ্চার জন্ম

আপডেট সময় ০৫:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মহাবিপন্ন কচ্ছপ প্রজাতি বাটাগুর বাসকা থেকে ডিম ফুটে জন্ম নিয়েছে ৬৫টি বাচ্চা। রোববার (৫ মে) সকালে ডিমগুলো থেকে বাচ্চাগুলো ফোটে।

করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, গত ১৫ ফেব্রুয়ারি একটি মাদি কচ্ছপ ৮২টি ডিম দেয়। ডিমগুলো সংগ্রহ করে নিবিড় তত্ত্বাবধানে বালুমাটিতে ইনকিউবেশনের ব্যবস্থা করা হয়।

প্রায় ৭৮ দিন পর ডিমগুলো থেকে ৬৫টি বাচ্চা কচ্ছপ ফুটে বের হয়। বর্তমানে বাচ্চাগুলোকে সংরক্ষণের জন্য কেন্দ্রের বিশেষ প্যানে রাখা হয়েছে। পর্যায়ক্রমে বড় পুকুরে স্থানান্তরের পর যথাযথ বয়স ও আকারে পৌঁছালে এদের অবমুক্ত করা হবে প্রাকৃতিক পরিবেশে।

প্রসঙ্গত, করমজলে ২০১৪ সালে কচ্ছপের এ প্রজাতির সংরক্ষণ ও প্রজনন কার্যক্রম শুরু হয় মাত্র ৮টি কচ্ছপ দিয়ে। এখন পর্যন্ত ৫২১টি ডিম দেওয়া হয় এবং তার মধ্যে ৪৭৫টি কচ্ছপের বাচ্চা সফলভাবে ফোটানো সম্ভব হয়েছে। বর্তমানে কেন্দ্রটিতে ছোট-বড় মিলিয়ে ৪৫৮টি কচ্ছপ রয়েছে।

সংরক্ষণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে শতাধিক বাচ্চা কচ্ছপ সুন্দরবন ও বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকাগুলোতে অবমুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, বাটাগুর বাসকা কচ্ছপটি পৃথিবীর অন্যতম বিপন্ন প্রজাতির একটি, যেটি প্রাকৃতিক পরিবেশে বিলুপ্তির পথে। করমজলের এ উদ্যোগ এ প্রজাতির টিকে থাকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।