সুনামগঞ্জ সীমান্তে ১৫ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও ইলেকট্রনিকস জব্দ করেছে বিজিবি
সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী জাহাঙ্গীরনগর ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ইলেকট্রনিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে নারায়নতলা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১২১৩/৮-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারভিটা এলাকায় মালিকবিহীন অবস্থায় এই পণ্যগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিকস ১,৭২৯ পিস, প্রিন্টারের কালি ২৮ পিস, নটিফায়ার অপটিক্যাল ইন্ডাক্টর ৭৬ পিস, হেয়ার রিমুভার ১৫ পিস, কজিক অ্যাসিড ১৯ পিস, কফি ৭ প্যাকেট, মাল্টিভিটামিন ৩৮ পিস।
সকল জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১৫ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। জব্দকৃত এসব মালামাল শিগগিরই সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
স্থানীয়রা জানান, এই এলাকায় দীর্ঘদিন ধরে সীমান্ত পথে ভারতীয় পণ্যের অবৈধ প্রবেশ চলছিল। বিজিবির এই ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।