সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক
সুনামগঞ্জের সদর উপজেলার চিনাউড়া বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকা থেকে ৩৩০ পিস ভারতীয় শাড়ি আটক করেছে ২৮ বিজিবি। মঙ্গলবার (৭ মে) রাতে সীমান্ত পিলার ১২১৫/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালাইগাঁও এলাকা থেকে শাড়িগুলো জব্দ করা হয়।
আটককৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৩৫ হাজার টাকা বলে জানায় বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, ঈদকে সামনে রেখে চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জব্দকৃত শাড়ি শুল্ক অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ট্যাগস :