সুনামগঞ্জ সীমান্তে বালু ও পাথর চোরাচালান রোধে বিজিবির কঠোর পদক্ষেপ
সুনামগঞ্জে অবৈধভাবে বালু ও পাথর লুটপাট রোধে বিজিবি বিশেষ অভিযান চালিয়েছে। রবিবার সকালে সুরমা ও ধোপাজান নদীপথে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন নৌযান আটকিয়ে তল্লাশি করা হয় এবং নৌযানে থাকা বালু ও পাথরের কাগজপত্র যাচাই করা হয়।
বিকেলে অভিযান সম্প্রসারিত হয়ে পর্যটন এলাকায় যাদুকাটা নদী, শিমুল বাগান ও বড়গুপটিলায় পরিচালিত হয়। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তবর্তী এলাকায় ১৫০ গজের ভিতরে এবং বাইরে নিরাপত্তা জোরদার করার কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, “পর্যটন স্পটগুলো থেকে কিছু দুষ্কৃতকারীরা বালু ও পাথর লুটপাটের চেষ্টা করে। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টাস্কফোর্স কার্যক্রম পরিচালনা করছি। গত বছরের অক্টোবরে ধোপাজান নদীতে অভিযান চলাকালে ১৩২টি বালুবাহী নৌকা জব্দ এবং ২০-২৫ জন শ্রমিক আটক করা হয়েছিল। চানপুর বিওপির এলাকায় চুনাপাথর চোরাচালানও আমরা গোপন তথ্যের ভিত্তিতে রোধ করেছি।”
লেফটেন্যান্ট কর্ণেল জাকারিয়া কাদির জানিয়েছেন, সিলেট সেক্টরের সুনামগঞ্জসহ তিনটি ব্যাটালিয়ন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করা হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।