সুনামগঞ্জ সীমান্তে নয় লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে নয় লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। রোববার রাতে পৃথক দুটি অভিযানে এসব গরু আটক করা হয়।
জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২৮/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম পেকপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৬০ হাজার টাকা। অন্যদিকে বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩৩/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলোনী এলাকা থেকে আরও ৭টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
মোট ১১টি ভারতীয় গরু আটক করা হয়েছে, যার সর্বমোট আনুমানিক মূল্য ৯ লাখ ১০ হাজার টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, “ঈদকে সামনে রেখে গরু চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অব্যাহত রয়েছে।” আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।