সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় রুপিসহ আটক ১
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মো. কামাল হোসেন (৪৫) নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে ২০ হাজার ২০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।
শনিবার (১৯ জুলাই) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীনস্থ লাউরগড় বিওপি টহল দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে আটক করে।
আটককৃত কামাল হোসেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ঘাঘাটিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে।
২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত পিলার ১২০৪/এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে দশঘর এলাকা থেকে কামাল হোসেনকে আটক করা হয়। তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতীয় রুপি নিয়ে দেশে ফেরার চেষ্টা করছিলেন।
আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ভারতীয় রুপিসহ তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।