সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে দখল উচ্ছেদে পৌরসভার অভিযান
সুনামগঞ্জ পৌর শহরকে যানজটমুক্ত ও পথচারীদের জন্য নিরাপদ রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পৌরসভা। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রধান ফটকের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে সুনামগঞ্জ জেলা পুলিশের একটি দল।
প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, “এটি ছিল জনগণের দীর্ঘদিনের দাবি। হাসপাতালের সামনে যেসব অবৈধ দোকান ছিল, তা পথচারী ও শিক্ষার্থীদের চলাচলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমরা একাধিকবার উচ্ছেদ করেও কিছুদিন পর আবার স্থাপনা ফিরে পেয়েছি। এবার আমরা পূর্ণাঙ্গভাবে উচ্ছেদ করেছি। ভবিষ্যতে কেউ অবৈধভাবে বসলে জেল ও জরিমানার ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, হাসপাতালের দেয়াল ঘেঁষে থাকা দশটি অবৈধ দোকান সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে চলা অবৈধ দখলদারিত্বের অবসানে পথচারীরা স্বস্তি ফিরে পেয়েছে।