সুনামগঞ্জে ২ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ
সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে চোরাপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, পাঞ্জাবি, সেরনি ও অন্যান্য কাপড়সহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৩ আগস্ট) ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর সাহেববাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক টাস্কফোর্স অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে একটি ইঞ্জিনচালিত নৌকাও আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাহেববাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ভারতীয় শাড়ি, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড়, সেরনি ও অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।”
তিনি আরও বলেন, “সীমান্তে টহল জোরদার, জনবল বাড়ানো এবং প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে আমরা চোরাচালান প্রতিরোধে বড় ধরনের সাফল্য পাচ্ছি। কৌশলগত পরিবর্তনের ফলে সম্প্রতি একাধিক বড় চোরাচালান আটকে দিতে পেরেছি।”
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারিরা নদীপথকে চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তাদের কার্যক্রম এখন কঠিন হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়ায় যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান বিজিবির কর্মকর্তা।