সীমান্ত হত্যা শূন্যে নামাতে বিজিবির অঙ্গীকার
সুনামগঞ্জে ২৮ বিজিবির উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরের নির্দেশনায় দেশের সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি সারাদেশে দুস্থ ও দরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর উদ্যোগে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের পেশকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় ও দরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ উপলক্ষে চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারে একটি জনসচেতনতামূলক সভাও অনুষ্ঠিত হয়। সভায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত হত্যা রোধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে সীমান্ত হত্যা বন্ধে বিজিবির একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এ ক্ষেত্রে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সচেতন মহলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।
সভায় আরও বলা হয়, সীমান্তবাসী সচেতন হলে এবং অবৈধ গরু ও সুপারি চোরাচালানে জড়িত ব্যক্তিরা বিকল্প কর্মসংস্থানে যুক্ত হলে সীমান্ত এলাকায় দুর্ঘটনা ও সহিংসতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালানে জড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুঃখজনক উল্লেখ করে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন,
“ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রতিটি বিজিবি সদস্য সর্বোচ্চ চেষ্টা করছে যেন সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা যায়। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সর্বদা বদ্ধপরিকর।”



















