সুনামগঞ্জে ১৬ দিনব্যাপী তারুণ্য মেলা উদ্বোধন
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে শুরু হয়েছে ১৬ দিনব্যাপী তারুণ্যের উৎসব, তারুণ্য মেলা ২০২৫।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
উদ্বোধনের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার মো. রৌশন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া তার বক্তব্যে বলেন, “তরুণদের শক্তি অসাধারণ। তাদের উদ্যোগে সমাজের নানা সমস্যার সমাধান সম্ভব হয়েছে। নতুন প্রজন্মের এই জাগরণকে আরও প্রস্ফুটিত করতে এই মেলার আয়োজন। তরুণদের অনুপ্রাণিত করতে এবং তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য সবাইকে এই আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানাই।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোধা রাণী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সনজিত কুমার চন্দ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলা চলবে ১৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। এ আয়োজনে রয়েছে-পৌষ মেলা, বই মেলা, পিঠা উৎসব, বাউল শিল্পীদের প্রতিযোগিতা, তরুণ প্রজন্মের অংশগ্রহণে নানা ইভেন্ট।
মেলার মাধ্যমে তরুণদের সৃজনশীলতা, উৎসাহ এবং সামগ্রিক উন্নয়নের পথ আরও প্রসারিত হবে বলে আশা ব্যক্ত করেন অতিথিরা।