সুনামগঞ্জে সহকারী শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পঞ্চম শ্রেণির এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসা গ্রামের বাসিন্দা পিযুষ বৈষ্ণব (৩৬) ওই শিক্ষার্থীর প্রতি যৌন নিপীড়নের চেষ্টা চালান। অভিযুক্ত পিযুষ বৈষ্ণব বাটিয়ারগাও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভিকটিমকে উত্যক্ত করছিলেন। রাস্তায় ও স্কুলে যাওয়া-আসার সময় কুৎসিত ইঙ্গিত করতেন, একা পেলে অসৎ উদ্দেশ্যে শরীরে হাত দিতেন এবং টাকা-পয়সা ও প্রসাধনী দিয়ে প্রলোভন দেখাতেন।
ঘটনার দিন রাতে শিক্ষার্থীর পড়ার টেবিলে গিয়ে সে বিয়ের প্রস্তাব দেয় এবং শারীরিকভাবে নিপীড়ন চালায়। শিক্ষার্থীর চিৎকারে তার মা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত শিক্ষক ভয়ভীতি প্রদর্শন করে বলেন, “তোর মেয়েকে আমি যেকোনো সময় খারাপ কাজ করব।”
আদালত মামলাটি আমলে নিয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, “মামলার কপি এখনও আমাদের কাছে পৌঁছায়নি। কপি হাতে পাওয়ার পর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”