সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত মানসিক প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক বাকশক্তিহীন মানসিক প্রতিবন্ধীর চিকিৎসা সেবায় এগিয়ে এসেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তার উদ্যোগে আহত ওই যুবককে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া চকবাজার সংলগ্ন সড়কে ঘুমিয়ে থাকা অবস্থায় ওই প্রতিবন্ধীর শরীরের ওপর দিয়ে তিন আরোহীসহ একটি বেপরোয়া মোটরসাইকেল চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। ঘটনার পর স্থানীয় এক পল্লী চিকিৎসক ব্যথানাশক ইনজেকশন দিলেও, শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত তিনি সড়কের পাশেই কাতর অবস্থায় পড়ে ছিলেন।
পরে স্থানীয়রা বিষয়টি দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদকে অবহিত করেন। তিনি ফেসবুকে আহত মানসিক প্রতিবন্ধীর একটি ভিডিও পোস্ট করলে, দ্রুতই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে এবং দেশ-বিদেশের অর্ধলক্ষাধিক মানুষ ঘটনাটি দেখে ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই প্রতিবন্ধীর চিকিৎসার দাবি জানান।
ঘটনাটি সুনামগঞ্জ জেলা প্রশাসকের নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নিতে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেমকে নির্দেশ দেন। এরপর আহত ব্যক্তিকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজা রিয়াদ হাসান জানান, “প্রথমে আশঙ্কা ছিলো তার ঘাড়ে আঘাতজনিত কারণে হাড় ভেঙে যেতে পারে। তবে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর ধারণা করা হচ্ছে, বর্তমানে তিনি অনেকটাই শঙ্কামুক্ত।”
এদিকে রোববার বিকেলে স্থানীয় যুবক রুবেল, চকবাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক, ইউএনও, দৈনিক যুগান্তর পরিবার এবং স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এলাকাবাসীরা জানান, গত ১৭ থেকে ২০ বছর ধরে ওই মানসিক প্রতিবন্ধী যুবক নাম-পরিচয়হীনভাবে ঘাগটিয়া চকবাজার এলাকায় অবস্থান করছিলেন। তাকে আহত করার ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে।