সাংবাদিক তুহিন হত্যা
সুনামগঞ্জে মানববন্ধন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের দাবি
গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় পৌর শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচি হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ—তাদের ওপর হামলা মানে সত্য ও গণমাধ্যমের স্বাধীনতাকে দমন করা।
সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. এ আর জুয়েল’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, কবি ইকবাল কাগজী, অ্যাড. আনিসুজ্জামান শামীম, অ্যাড. আমিরুল ইসলাম, মুফতি শহিদুল ইসলাম, গৌরি ভট্টাচার্য, সাংবাদিক খলিল রহমান, বদরুল কাদির শিহাব, সাইফুল আলম ছদরুল, জাহাঙ্গীর আলম, হাফেজ মাও. ত্বাহা হোসাইন, সাংবাদিক আব্দুস শহীদ, জিয়াউর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, দিবালোকে এমন নৃশংস হত্যাকাণ্ড দেশের বিবেকবান মানুষকে স্তম্ভিত করেছে। এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য বড় হুমকি। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং নিহতের পরিবারের পাশে দাঁড়াতে হবে।
মানববন্ধনে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অঙ্গনের নেতা, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।