সুনামগঞ্জে ভূমি অপরাধ আইনে ২ জনের কারাদণ্ড
সুনামগঞ্জ: ২০২৩ সালে প্রণীত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় সুনামগঞ্জে প্রথমবারের মতো দুই ব্যক্তিকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। অপর দুই আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা বেকসুর খালাস পান।
গত ১৬ ফেব্রুয়ারি (রবিবার) সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির মো. এনামুল হক।
সাজাপ্রাপ্তরা হলেন দোয়ারাবাজার উপজেলার মোল্লাপাড়া গ্রামের রুশমত আলী টিনুর ছেলে মাহবুবুল আলম দিলু (৫৩) ও একই গ্রামের শফিকুল আলমের ছেলে তন্ময় আলম (২৬)। অপরদিকে, বেকসুর খালাস পাওয়া ব্যক্তিরা হলেন মাহবুবুল আলমের স্ত্রী রানু বেগম (৩৩) ও আব্দুল বারেকের ছেলে নুরুল হক (৫২)।
মামলার বাদী আজিজুল হক অভিযোগ করেন, ২০২৩ সালের ১২ জানুয়ারি অভিযুক্তরা তার জমি দখল করে সেখানে গাছপালা কাটতে শুরু করেন। বাধা দিলে তারা তাকে হুমকি দেন। পরবর্তীতে তিনি আদালতে দোয়ারাবাজার বিচারিক আদালতে মামলা দায়ের করেন। পরে মামলাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তরিত হয়।
প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ ও শুনানির পর আদালত মাহবুবুল আলম দিলু ও তন্ময় আলমকে দোষী সাব্যস্ত করেন এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪ (১) (ক) ধারায় প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অন্যদিকে, অপর দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পান।
এই রায়ের মাধ্যমে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের কার্যকারিতা নিশ্চিত হলো এবং ভূমি দখল সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।