সুনামগঞ্জে বিজিবি’র ওপর হামলার মামলায় ৫ জন আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলায় পৃথক ঘটনায় বিজিবি টহলদলের ওপর হামলার মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। ১২ আগস্ট বিজিবির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।
দোয়ারাবাজারের ঘটনায় আটককৃতরা হলো, পেকপাড়া গ্রামের সমশের আলীর ছেলে খোকন মিয়া (৩২), মো: লিচু মিয়ার ছেলে সিরাজ মিয়া (২৭)
তাহিরপুরের ঘটনায় আটককৃতরা হলো, লাউড়েরগড় গ্রামের মৃত গিয়াস উদ্দিরের ছেলে মো: আলী (২৫), সাহিদাবাদ গ্রামের মৃত আবু বক্করের ছেলে মো: আজবিরুল ইসলাম (২৫), লাউড়েরগড় গ্রামের মোস্ত মিয়ার ছেলে মো. কাজী মিয়া (৩০)
বিজিবি সূত্রে জানা গেছে, ২২ মার্চ ভোরে দোয়ারাবাজারের মোকামছড়া এলাকায় ২৮ বিজিবির পেকপাড়া বিওপির টহল দল ভারত থেকে গরু নিয়ে আসার সময় চোরাকারবারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় চোরাকারবারিরা ইট-পাটকেল, বাঁশের লাঠি, হাসুয়া ও চাকু দিয়ে টহলদলের ওপর হামলা চালায়। এই ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা (নম্বর ২৪/৭২) দায়ের করা হয়। ১২ আগস্ট মামলার ৫ ও ৭ নম্বর আসামীকে আটক করা হয়।
অপরদিকে, ৬ আগস্ট তাহিরপুরের লাউরগড় এলাকায় লাউড়েরগড় বিওপির টহল দল চোরাচালান বন্ধের চেষ্টা করলে চোরাকারবারিরা পাথর নিক্ষেপ করে টহলদলকে আহত করে এবং বিজিবির একটি স্পিডবোট ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনায় তাহিরপুর থানায় মামলা (নম্বর ০৬) দায়ের করা হয়। ১২ আগস্ট মামলার ২, ৩ ও ৪ নম্বর আসামীকে গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা বেড়েছে। তবে মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে চোরাকারবারী ও দুষ্কৃতিকারীদের মধ্যে ভীতি সৃষ্টি হবে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সক্রিয় রয়েছে।”