সুনামগঞ্জে বিজিবির অভিযানে একত্রিশ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় একত্রিশ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি টিম। রবিবার (৫ জানুয়ারি) রাতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ ৩৫৭ বোতল, চিনি ৪২২৭ কেজি, গরু ৫টি, কয়লা ১০০০ কেজি, কমলা ৩০০ কেজি, ফুসকা ৩৫০ কেজি, ১টি পিকআপ গাড়ি। আটককৃত মালামালের মোট মূল্য আনুমানিক ৩১ লক্ষ ৫ হাজার ২৮০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত অবৈধ মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমাদানের প্রক্রিয়া চলছে। অন্যান্য মালামাল শুল্ক কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম দমন করা যায়।
ট্যাগস :