সুনামগঞ্জে বিএনপির কাউন্সিলকে ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুল হক ও উত্তর শ্রীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেনের সংবাদ সম্মেলনে আনা অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন আব্দুস সামাদ মুন্সী ও তার স্বজনরা।
শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের কালিবাড়ি এলাকায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুস সামাদ মুন্সী।
তিনি বলেন, “আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে যে অভিযোগ আনা হয়েছে, তাতে আমি স্তম্ভিত। আমি একজন ব্যবসায়ী এবং এর বাইরে জাতীয়তাবাদী দলের রাজনীতি করি।”
এসময় তিনি অভিযোগ তোলেন, “আমার সহকর্মী শামসুল হক অতীতে আওয়ামী লীগের বিভিন্ন সভায় অংশগ্রহণ করেছেন। এমনকি ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোকসভায় উপস্থিত থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবকও অর্পণ করেছেন। এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।”
সংবাদ সম্মেলনে আব্দুস সামাদ মুন্সী জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট শামসুল হক মেম্বার ও কামাল হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।