ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জেরে তিন ভাই আহতের ঘটনায় আদালতে মামলা

মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ::

সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় তিন ভাই আহত হওয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সদর উপজেলা) মামলাটি গ্রহণ করে সদর মডেল থানাকে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার নম্বর: সিআর-৩৫১/২৫।

জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়নের থলেরবন্দ গ্রামের মাহমুদ আলীর ছেলে মো. নুরুল আমিন ও তার দুই ভাই গত ১৮ই এপ্রিল শুক্রবার রাতে সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বানীপুর গ্রামে মামার বাড়িতে অসুস্থ মামাকে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে একই গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে জাকির মিয়া (৩৫), আব্দুন নুরের ছেলে রাসেল মিয়া (২৫), রাজন মিয়া (২৩), মৃত ইছাক আলীর ছেলে মনু মিয়া (৪৫), বদরুল (৫০), আব্দুন নুর (৫৫) এবং মারুফ (২৩) পূর্বপরিকল্পিতভাবে রামদা, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা বাদী ও তার ভাইদের এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং রাতের আঁধারে তাদের একটি ঘরে আটক রাখে। এছাড়া তাদের কাছ থেকে নগদ টাকা ও অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। হামলার সময় অভিযুক্তরা ‘ডাকাত’ বলে চিৎকার করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করে।

খবর পেয়ে আত্মীয়স্বজন সুনামগঞ্জ সদর মডেল থানায় জানালে, পুলিশ তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন বলেন, “বিষয়টি স্থানীয়ভাবে ইউপি চেয়ারম্যান, এলাকাবাসী এবং থানার মধ্যস্থতায় নিষ্পত্তি হয়েছে।”
তবে লাইভ করে ‘ডাকাত’ আখ্যা দেওয়ার বিষয়ে তিনি বলেন, “তখন আমার মনে হয়েছে লাইভ করাই সঠিক সিদ্ধান্ত।”

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আতিকুর রহমান জানান, “সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।”

সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমান বলেন, “আদালত থেকে মামলার কপি পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:১৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
৫৫১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জেরে তিন ভাই আহতের ঘটনায় আদালতে মামলা

আপডেট সময় ০৯:১৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় তিন ভাই আহত হওয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সদর উপজেলা) মামলাটি গ্রহণ করে সদর মডেল থানাকে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার নম্বর: সিআর-৩৫১/২৫।

জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়নের থলেরবন্দ গ্রামের মাহমুদ আলীর ছেলে মো. নুরুল আমিন ও তার দুই ভাই গত ১৮ই এপ্রিল শুক্রবার রাতে সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বানীপুর গ্রামে মামার বাড়িতে অসুস্থ মামাকে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে একই গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে জাকির মিয়া (৩৫), আব্দুন নুরের ছেলে রাসেল মিয়া (২৫), রাজন মিয়া (২৩), মৃত ইছাক আলীর ছেলে মনু মিয়া (৪৫), বদরুল (৫০), আব্দুন নুর (৫৫) এবং মারুফ (২৩) পূর্বপরিকল্পিতভাবে রামদা, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা বাদী ও তার ভাইদের এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং রাতের আঁধারে তাদের একটি ঘরে আটক রাখে। এছাড়া তাদের কাছ থেকে নগদ টাকা ও অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। হামলার সময় অভিযুক্তরা ‘ডাকাত’ বলে চিৎকার করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করে।

খবর পেয়ে আত্মীয়স্বজন সুনামগঞ্জ সদর মডেল থানায় জানালে, পুলিশ তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন বলেন, “বিষয়টি স্থানীয়ভাবে ইউপি চেয়ারম্যান, এলাকাবাসী এবং থানার মধ্যস্থতায় নিষ্পত্তি হয়েছে।”
তবে লাইভ করে ‘ডাকাত’ আখ্যা দেওয়ার বিষয়ে তিনি বলেন, “তখন আমার মনে হয়েছে লাইভ করাই সঠিক সিদ্ধান্ত।”

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আতিকুর রহমান জানান, “সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।”

সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমান বলেন, “আদালত থেকে মামলার কপি পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”