সুনামগঞ্জে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সুনামগঞ্জে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ শহরের শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ফয়সল মিয়া এবং সঞ্চালনা করেন শিক্ষার্থী ওসমান গনি।
সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব অনিক রায়, সাংগঠনিক সম্পাদক প্রীতম দাশ, সদস্য তুহিন খান, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমনদ্দোজা ইমন, এবং ছাত্র-জনতার আন্দোলনে আহত জহুর আলী ও ফয়সল মিয়া।
বক্তারা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরেন। তারা বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে বৈষম্য, দমন-পীড়ন এবং শোষণের শিকার হয়ে আসছে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য জাতীয় নাগরিক কমিটি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার পরিকল্পনা করছে, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার ও সুযোগ সমানভাবে নিশ্চিত করা হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও শহীদদের ত্যাগ আন্দোলনকে আরও শক্তিশালী করেছে। তারা শহীদ পরিবার এবং আহতদের প্রতি সম্মান জানিয়ে বলেন, তাদের অবদান জাতির ইতিহাসে অমূল্য।
বক্তারা তরুণদের প্রতি বিশেষ আহ্বান জানান, তারা যেন এ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। একটি ন্যায়ভিত্তিক, সমতা ও মানবিকতার সমাজ প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন।
সভাটি সুনামগঞ্জসহ সারাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতির পথচলায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। নেতৃবৃন্দ আশাবাদী, সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।