সুনামগঞ্জে জাতীয়তাবাদী দলের বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় দিবস’ উপলক্ষে সুনামগঞ্জে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকপয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. আব্দুল হক প্রমুখ।
সভাপতির বক্তব্যে কলিম উদ্দিন মিলন বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনব। সুনামগঞ্জ বিএনপির ঘাঁটি-ধানের শীষের ঘাঁটি। আমরা ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জন করব ইনশাআল্লাহ।”
মিজানুর রহমান মিজান বলেন, “যাঁদের রক্তের বিনিময়ে আমরা হাসিনা-মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাঁদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।”
সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।