সুনামগঞ্জে ছাত্র-জনতার উপর হামলাকারী শাল্লার অবনি মোহন গ্রেফতার
সুনামগঞ্জে ৪ আগস্টে ছাত্র-জনতার উপর হামলার মামলায় শাল্লা উপজেলার সাবেক দুইবারের উপজেলা পরিষদের চেয়ারমেন ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অবনি মোহন দাসকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশেনির্স।
সোমবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার পক্ষে শাল্লা উপজেলার ঘুইঙ্গার গাও বাজারের নিজস্ব কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় অবনি মোহন দাসকে গ্রেফতার করা হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানায় আসামীকে সোপর্দ করা হবে।”
প্রসঙ্গ তথ্য ৪ আগস্ট আন্দোলনরাথীর উপর হামলার তোরী করা হয়। এতি ঘটনায় আহত হয়ন দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা জহুর আহমদ। তাঁর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে দুর্ত্ত বিচার আইনে একটি মামলা করা হয়। এই মামলায় সাবেক পরিকল্পনমন্ত্রী এম এ মন্নান, সুনামগঞ্জের দুই জন সাবেক সংসদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সহ মোট ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি আছেন আরো ১৫০-২০০ জন। এই মামলায় সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।