সুনামগঞ্জে খাসিয়ামারা নদী বালুমহাল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর নাব্যতা রক্ষা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে শাহজালাল কনস্ট্রাকশনের বালুমহাল কর্তৃপক্ষ। সোমবার দুপুরে পূর্ব বাংলাবাজার ইউনিয়নের হকনগর বাঁশতলা শহীদ মিনার এলাকায় একটি রেস্ট হাউসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইজারাদার হারুন অর রশিদ এবং প্রবাসী ইজারাদার মুর্শেদ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন ছাতকের ইজারাদার ছদরুল আলম সোহান, দোয়ারাবাজারের জামাল উদ্দিন, প্রবাসী রশিদ আহমদ, রোয়াব আলী, মনির মিয়া, আবু হানিফ, মোতালিব মিয়া, আনোয়ার হোসেন, নাসির মিয়া, শফিক মিয়া, আবিদ মিয়া প্রমুখ।
ইজারাদাররা জানান, পহেলা বৈশাখ থেকে এক বছরের জন্য খাসিয়ামারা নদী ইজারা নেওয়া হয়েছে। বর্তমানে নদী ভরাট হয়ে নাব্যতা হারাচ্ছে। তাই নদীকে সচল রাখতে এবং নাব্যতা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন করা জরুরি। তারা বলেন, এই নদী থেকে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা স্থানীয় অর্থনীতিকে গতিশীল করছে।
ইজারাদাররা আরও জানান, জেলা প্রশাসক সম্প্রতি নদীটি পরিদর্শন করে দুই তীরে স্থায়ী বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন। একইসাথে লক্ষীপুর ইউনিয়নের সঙ্গে সংযোগ সড়ক নির্মাণের কাজও শুরু হয়েছে, যা স্থানীয় মানুষের জন্য বড় উন্নয়ন উদ্যোগ।
তাদের বক্তব্যে জোর দিয়ে বলা হয়, বালু উত্তোলনের মাধ্যমে নদীর নাব্যতা রক্ষা করা হলেও পরিবেশ ও নদীর তীর যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। তারা বলেন, “আমরা চাই এলাকার প্রায় ৩০ হাজার মানুষের জীবনমান উন্নয়ন হোক। এজন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”