সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্যসহ স্টিলবডি নৌকা জব্দ
সুনামগঞ্জে এক বিশেষ অভিযানে স্টিলবডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ দল। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।
শনিবার (১৯ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীনস্থ এলাকায়, ব্যাটালিয়ন সদর থেকে দক্ষিণ-পশ্চিমে সাচনা-জামালগঞ্জ রক্তি নদীর নিয়ামতপুর ব্রিজসংলগ্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর শান্তিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট তালহা জোবায়ের ও বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে মোট ২৪ জনের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে জব্দকৃত মালামালসমূহ:
স্টিলবডি নৌকা ১টি (মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা), ভারতীয় ফুসকা ১২,৩২৩ কেজি (মূল্য ৩০ লাখ ৮০ হাজার ৭৫০ টাকা), সিরামিক কাপ ১৬৯টি (মূল্য ৪২,২৫০ টাকা), সিরামিক পিরিচ ২৫৬টি (মূল্য ২৫,৬০০ টাকা), কাচের গ্লাস ৪৬৮টি (মূল্য ১,১৭,০০০ টাকা), জিলেট ব্লেড ২,১০,০০০ পিস (মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা), বাসমতি চাল ৬০০ কেজি (মূল্য ২,৪০,০০০ টাকা)।
সবমিলিয়ে জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য দাঁড়ায় ১ কোটি ৫ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করি। কৌশলগত পরিবর্তন ও প্রযুক্তির সহায়তায় আমরা এ ধরনের বড় সফলতা পাচ্ছি। সীমান্তে টহল ও নজরদারি অব্যাহত থাকবে।”