সুনামগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার উপপরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আলেম-ওলামা, ব্যবসায়ী প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় আসন্ন ঈদ উপলক্ষে কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ, নিরাপদে ঈদের নামাজ আদায়ের সময়সূচি, অস্থায়ী পশুর হাট ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বর্জ্য অপসারণ এবং পশু পরিবহণ নির্বিঘ্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিসিক শিল্পনগরী সুনামগঞ্জের উপব্যবস্থাপক এমএনএম আসিফ কোরবানির পশুর চামড়া সংরক্ষণ সংক্রান্ত একটি উপস্থাপনা তুলে ধরেন।
সভায় জানানো হয়, এবছর জেলায় প্রায় ৫২ হাজার গরু, মহিষ ও ছাগলের চামড়া পাওয়া যাবে, যার মধ্যে ৩০ হাজার চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চামড়া সংরক্ষণে ব্যবহৃত লবণের দাম ও চামড়ার মূল্য নির্ধারণ এবং সম্ভাব্য অপতৎপরতা রোধে প্রশাসনের কঠোর অবস্থান নেওয়ার কথাও সভায় জানানো হয়।