সুনামগঞ্জে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সুনামগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যামা কান্ত সিংহা বুধবার বিকেলে এ রায় দেন। দণ্ডিত ব্যক্তি ৪২ বছর বয়সী মনির হোসেন, যিনি জগন্নাথপুর উপজেলার কাদিপুর এলাকার মৃত আ. গনির ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে জগন্নাথপুর উপজেলার কলকলি এলাকায় সাদিপুর ব্রিজের কাছে পুলিশ অভিযানে মনির হোসেনকে আটক করে। তিনি পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে গ্রেফতার করে এবং দেহ তল্লাশি করে গুলি ও একটি পাইপগান উদ্ধার করে। মনির হোসেন পূর্বে ডাকাতি ও অস্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন এবং ২০০৪ সালের ৪ আগস্ট দিরাই থানায় অস্ত্র মামলায় তার বিরুদ্ধে মামলা ছিল।
আদালতে প্রমাণিত হওয়ায় তাকে বিশেষ ক্ষমতা আইনের ১৯(এ) ধারায় ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষের পিপি (পাবলিক প্রসিকিউটর) তৌহিদ আহমেদ চৌধুরী বলেন, “এই রায় আমাদের জন্য গর্বের বিষয়। এটি শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, এটি আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতিষ্ঠার দৃষ্টান্ত। আমরা সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে মামলা পরিচালনা করেছি এবং প্রত্যেকটি প্রমাণ আদালতে সুচারুভাবে উপস্থাপন করেছি। এই রায় সমাজে স্পষ্ট বার্তা দেবে যে অবৈধ অস্ত্র ও অপরাধ বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “এই রায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করবে এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”