সুনামগঞ্জে অর্চনা রাণী মজুমদারের বিদায়ী সংবর্ধনা
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা রাণী মজুমদারের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং গ্রামবাসীর উপস্থিতিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেম্বার মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর। প্রাক্তন শিক্ষার্থী ও রয়েল কোচিং একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাসুম আহমেদ বাবলু সঞ্চালনার দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার ইউ আর সি ইন্সট্রাক্টর সৈয়দ আহমদ শাহলান ও সুনামগঞ্জ জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুনর রশীদ।
বিদায়ী প্রধান শিক্ষক অর্চনা রাণী মজুমদার দীর্ঘ ২৬ বছর ধরে অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে তাঁর শিক্ষাদান পদ্ধতির প্রশংসা করেন। বিদায়ী সংবর্ধনায় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান শিক্ষক অর্চনা রাণী মজুমদারকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়।
এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকতার প্রতি তাঁর অবদান ও দীর্ঘকালীন সেবা স্মরণ করা হয় এবং তাকে শুভকামনা জানানো হয়।