সিইসি’র আসন কর্তনের প্রতিবাদে বাগেরহাটে সর্বাত্মক অবরোধ, জনজীবন বিপর্যস্ত
সিইসি’র সিদ্ধান্তে জাতীয় সংসদীয় বাগেরহাট-০৪ আসন বিলুপ্ত ও বাগেরহাট-০৩ আসন বিভাজনের প্রতিবাদে জেলার সর্বত্র চলছে সর্বাত্মক হরতাল ও অবরোধ। বুধবার (১০ সেপ্টেম্বর) সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকা তৃতীয় দফার এ কর্মসূচিতে থমকে গেছে বাগেরহাটের স্বাভাবিক জীবনযাত্রা।
অবরোধের কারণে সড়ক ও নৌপথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, দোকানপাট, ইপিজেড, খেয়া ও ফেরি পারাপারও বন্ধ রয়েছে। খুলনা-মোংলা মহাসড়ক ও বন্দর জেটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সরকারি-বেসরকারি অফিসও বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে দুর্ভোগ নেমে এসেছে।
ভোর ৫টা থেকেই উপজেলার সড়ক-মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় জনতা। রাজনৈতিক দলের নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নেয়। এর ফলে জেলার কোনো উপজেলা থেকেই দূরপাল্লার গাড়ি ছাড়েনি, অভ্যন্তরীণ পরিবহনও সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
হাট-বাজার বন্ধ থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। জরুরি প্রয়োজনে মানুষ ঘর থেকে বের হতেও হিমশিম খাচ্ছে।
প্রতিবাদকারীরা জানিয়েছেন, আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জেলা বিএনপির প্রধান সমন্বয়ক আ. সালাম বলেন, “সিইসি তার সিদ্ধান্ত থেকে সরে না আসলে সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। বাগেরহাটের ৪টি আসন ফিরে না পাওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।”