একুশে বই মেলা খুলনার প্রবর্তনকারী ঐতিহ্যবাহী সংগঠন সাহিত্য সংসদের ৮১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সাইফুল ইসলাম মল্লিককে সভাপতি এবং মনিরুজ্জামান মোড়লকে সাধারণ সম্পাদক করে নবীন ও প্রবিনদের সমন্বয়ে এই কমিটি গঠিত হয়।
শুক্রবার সন্ধ্যায় বয়রাস্থ সাহিত্য সংসদের নিজস্ব কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি নাজনীন আক্তার বেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটিকে আগামী দুই বছরের জন্য সংসদ পরিচালনার দায়িত্বভার অর্পন করা হয়। দায়িত্ব প্রাপ্ত অন্যরা হলেন, সহ সভাপতি নাজনীন আক্তার বেবী, এফ এম হারুন অর রশিদ এবং জেসমিন জামান সবিতা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বদরুল আলম রয়েল, সহ সাধারণ সম্পাদক রাশেদুল আলম মুন্না এবং সৌরভ সাহা সুজন, সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ অধিকারী, সহ সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদুল ইসলাম, অর্থ সম্পাদক মতিয়ার মো: মতিয়ার রহমান, দপ্তর সম্পাদক তানজিমা রহমান, সহ দপ্তর সম্পাদক তাঈম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমান সুমন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবরার আজম এবং নির্বাহী সদস্য সহ মোট ৮১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়।