সারাদেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি, সস্তায় মিলবে ওষুধ
সরকারি উদ্যোগে সারাদেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি, যেখানে মানসম্পন্ন ওষুধ সস্তায় পাওয়া যাবে। এই উদ্যোগের মাধ্যমে জনপ্রিয় ২৫০ ধরনের ওষুধ কিনতে পাওয়া যাবে মাত্র তিন ভাগের এক ভাগ দামে। সাস্থ্য বিভাগের সূত্র মতে, শুরুতে সমস্ত সরকারি হাসপাতাল চত্বরে এসব ফার্মেসি বসানো হবে।
সরকারি ফার্মেসির প্রধান চ্যালেঞ্জ হলো ওষুধ চুরি ঠেকানো। তাই এই পুরো ব্যবস্থাটি ডিজিটাল করা হবে, যাতে সমস্ত কার্যক্রম স্বচ্ছ ও সুরক্ষিত থাকে। একজন রোগী সাধারণত গড় চিকিৎসা ব্যয়ের ৬৪% টাকা খরচ করে শুধুমাত্র ওষুধের পেছনে। এতে অনেক দরিদ্র রোগী আর্থিকভাবে বিপাকে পড়েন। এ কারণে, সাধারণ মানুষের জন্য কম দামে ওষুধ নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই সরকারি ফার্মেসিতে মোট ২৫০ ধরনের ওষুধ পাওয়া যাবে, যা ৮৫% রোগীর চিকিৎসা নিশ্চিত করতে সক্ষম। সাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতিবছর ১৩০০ কোটি টাকার ওষুধ সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি (ইউডিসিএল) কিনে থাকে। এবার থেকে এর বাজেট বাড়ানো হবে এবং প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণ ওষুধ কিনে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে।
এ উদ্যোগের মাধ্যমে দেশের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরো সহজ এবং সাশ্রয়ী হবে, যা সরকারের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে দেখা হচ্ছে।