সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, উত্তেজনা বিরাজ করছে
ঢাকার সায়েন্সল্যাব মোড়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের শিক্ষার্থীরা একে অপরকে ইট-পাটকেল নিক্ষেপ করে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়।
তাৎক্ষণিকভাবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকায়। ঘটনাস্থলে দেখা গেছে, সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নিয়েছে, অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনের সড়কে জড়ো হয়েছেন।
পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করতে সক্রিয় ভূমিকা রাখছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকাজুড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।